কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ময়মনসিংহের ফুলপুরে জন্মনিবন্ধন দেওয়ার কথা বলে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এহসানুল হক (৪০) নামে এক কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। এহসানুল হক ফুলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আব্দুল হাইয়ের ছেলে।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পর ওই কিশোরী বাদী হয়ে ফুলপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা করে। এর আগে গত ২১ নভেম্বর পৌর এলাকায় এই ঘটনা ঘটে বলে মামলা সূত্রে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ২১ নভেম্বর ওই কিশোরী পৌর কার্যালয়ে কাউন্সিলর এহসানুল হকের কাছে জন্মনিবন্ধন করতে যায়।

এসময় এহসানুল হক জন্মনিবন্ধনের কাগজপত্র তার বাড়িতে আছে বলে মোটরসাইকেলে কিশোরীকে অজ্ঞাত স্থানে নিয়ে কু-প্রস্তাব দেয়। এতে কিশোরী রাজি না হওয়ায় জোর করে ধর্ষণচেষ্টা করেন কাউন্সিলর। পরে কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে এহসানুল মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানালেও বিচার না পেয়ে থানায় মামলা করে ওই কিশোরী।

ইবাংলা /টিআর /২ ডিসেম্বর ২০২১

ধর্ষণ!বিরুদ্ধেময়মনসিংহেরমামলা
Comments (0)
Add Comment