বরগুনায় শহীদ গণকবরে শ্রদ্ধা নিবেদন, প্রদীপ প্রজ্বালন, আনন্দ শোভাযাত্রা, গণসংগীত ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩ ডিসেম্বর বরগুনা হানাদার মুক্তদিবসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বরগুনার মুক্তিযুদ্ধে শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, পৌর মেয়র আ্যাড. কামরুল আহসান মহারাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খেলাঘর, মহিলা পরিষদ, উদিচী, বিডিক্লিন, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বিকাল ৩টায় রয়েছে শিশু সংগঠন খেলাঘরের নেতৃত্বে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্ময় আনন্দ শোভাযাত্রা, গণসংগীত, আবৃতি ও আলোচনা সভা। উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিনে মুক্তিযোদ্ধা আব্দুস সত্তারের নেতৃত্বে ২১ জন মুক্তিযোদ্ধা বরগুনাকে হানাদার ও রাজাকার মুক্ত করেন।