খুলনা বিভাগে ৩২ এবং রামেক ও ময়মনসিংহ ২০ মৃত্যু

বিশিষ প্রতিনিধি :

খুলনা বিভাগের আট জেলায় গেল ২৪ ঘণ্টায় করোনা এবং এর উপসর্গে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। সেই হিসাবে বিভাগে মৃতের সংখ্যা বেড়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১০ জন করে ২০ জনের মৃত্যু হয়েছে। নীলফামারীর জলঢাকায় দুইজন ডাক্তারসহ একই পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দিনাজপুরে করোনা রোগীর ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ভোলার চরফ্যাশনে স্বাস্থ্যবিধি না মানায় ১৬ জনকে জরিমানা করা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে খুলনায় পাঁচজন, বাগেরহাটে পাঁচজন, যশোরে চারজন, নড়াইলে চারজন, কুষ্টিয়ায় চারজন, ঝিনাইদহে দুইজন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে দুইজন মারা গেছেন। খুলনা বিভাগের মধ্যে প্রথম কোভিড রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৫২ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮১ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন ও নাটোরের চারজন। মৃতদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় করোনা এবং এর উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে আইসিইউতে ছিলেন তিনজন। বাকিরা করোনা ইউনিটে ছিলেন। এদিকে ময়মনসিংহ জেলায় শনিবার ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

চুয়াডাঙ্গা : জেলায় একদিনে করোনা এবং এর উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ৭ জন হলুদ জোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একজন করোনার উপসর্গ নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

বাকি দুজনের মধ্যে একজন আলমডাঙ্গা উপজেলার বাড়িতে, একজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা শতাধিক। ২৪ ঘণ্টায় জেলায় আরও ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

নীলফামারী : জলঢাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া উপজেলার কাঁঠালী ইউনিয়নের পূর্ব কাঁঠালী মাস্টারপাড়া এলাকার একই পরিবারের ৭ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে।

মেহেরপুর : জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মেহেরপুরে মোট মৃত্যু ৪৬ জনের।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ সদরের বাসিন্দা। এতে জেলায় মোট মৃত্যুসংখ্যা দাঁড়াল ২২২ জনে। এদিকে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪৭ জন।

দিনাজপুর ও বীরগঞ্জ : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ওয়ার্ডে বেড সংখ্যা বাড়িয়ে ১০০-তে উন্নীত করা হয়েছে।

এর মধ্যে আইসিইউ বেড ১৫টি, এইচডিইউ ১১টি, রেড জোনে ১৩টি এবং ফ্লু কর্নারে বেড রয়েছে ৬১টি। আইসিইউ এবং এইচডিইউ’তে কিছুদিন ধরেই জায়গা নেই। বর্তমানে করোনার সাধারণ ওয়ার্ডেও বেড সংখ্যার চেয়ে রোগী বেশি। এতে করোনা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

বগুড়া : জেলায় ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময় নতুন করে ১০১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ৩৭৫ জনের মৃত্যু হলো। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

রংপুর : ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রংপুর বিভাগে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলার চার, দিনাজপুরের দুই, রংপুর ও লালমনিহাটের একজন করে রয়েছেন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৯৫ জন। একই সময়ে আট জেলায় আরও ৪৪৭ জনের করোনা শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৯৬ জন।

নোয়াখালী : জেলায় ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ৮২ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৮১৬ জন। মোট মৃত্যু ১৩৮ জনের।

চরফ্যাশন (দক্ষিণ) : স্বাস্থ্যবিধি না মানায় পথচারীসহ ২৬ জনকে ৫ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্র্যাম্যমাণ আদালত। রোববার দুপুরে পৌরশহরের সদর রোডে অভিযান পরিচালনা করেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।

সিলেট : গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর করোনামুক্ত হয়েছেন ৮২ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়ার পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বরিশাল : বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪৮ ঘণ্টায় সাতজন মারা গেছেন। শনিবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৮০ ভাগ।

ইআই/ গ্রাম বাংলা/ ২৮ জুন, ২০২১

খুলনাময়মনসিংহরামেক
Comments (0)
Add Comment