৮ কেজি ওজনের আলু!

ইবাংলা ডেস্ক

নিজেদের ছোট্ট খামারে কাজ করেছিলেন এক দম্পতি। মাটি খুঁড়ে সবজি তুলছিলেন তারা। হঠাৎ তাদের কোদাল বড় আর শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খায়। সাবধানে মাটি খুঁড়ে দেখেন সেই বড় বস্তুটি আর কিছুই নয়। বিশাল এক আলু।

মার্কিন গণমাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের হ্যামিলটনের কৃষক দম্পতি কলিন ও ডোনা ক্রেইগ–ব্রাউন চলতি বছরের ৩০ আগস্ট নিজেদের খামার থেকে ওই আলু পান। আলুটি দেখতে বিশাল হলেও আর দশটা আলুর মতো সমান নয়, বরং আঁকাবাঁকা। তবে বিশাল আকারের কারণে আলুটি নজর কাড়ে ওই দম্পতির। খামারের গ্যারেজে এনে মেপে দেখেন আলুটির ওজন ৭ দশমিক ৯ কেজি। পরে আলুর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেন তারা।

ওই দম্পতির দাবি, তাদের খামারে উৎপাদিত এই আলু বিশ্বের সবচেয়ে বড় আলুর স্বীকৃতি পেতে পারে। কারণ ২০১১ সালে যুক্তরাজ্য থেকে পাওয়া ৫ কেজি ওজনের একটি আলু গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বড় আলুর স্বীকৃতি পেয়েছে। গিনেস বুকে জায়গা পাওয়া ওই আলুর চেয়েও তাদের খামারে উৎপাদিত এই আলুর ওজন তিন কেজি বেশি বলে ওই দম্পতির দাবি।

আলুটির সর্বোচ্চ ওজনের স্বীকৃতির জন্য গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছেন তারা।এছাড়া আলুটিকে একটি ছোট ঠেলাগাড়ির ওপরে চাপিয়ে স্থানীয় রাস্তায় ঘুরিয়েছেন তারা। আলুটি বর্তমানে রেফ্রিজেটরে রেখেছেন ওই দম্পতি। আলুটি দিয়ে ভদকা বানানোর পরিকল্পনা আছে তাদের।

ইবাংলা / নাঈম/ ৩ ডিসেম্বর, ২০২১

আঁকাবাঁকাআনুষ্ঠানিকছোট্ট খামার
Comments (0)
Add Comment