যে দেশের মানুষ মদ খেয়ে বেহুঁশ হওয়ায় শীর্ষে

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাচীনকাল থেকে মানব সমাজে মাদকের প্রচলন রয়েছে এবং যা মানব সমাজে বহু বিবাদ ও অনিষ্টেরও কারণ।  মাদকাসক্তির কারণে ইতিহাসের বহু কীর্তিমান জাতি বিপর্যস্ত হয়েছে।  মদপান মারাত্মক সামাজিক অবক্ষয়ের কারণ।  মদপানের কারণে অকালে ঝরে পড়ছে অনেক তরুণ প্রাণ।  এর পরেও বিশ্বজুড়েই মদ খাওয়ার প্রচলন রয়েছে।

মানুষ মদ খেলে মাতাল হয়-এটা সবাই জানি, কিন্তু এটা কি জানি? কোন দেশের মানুষ মদ খেয়ে মাতাল হওয়ায় শীর্ষে? সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এলো সেই তথ্য। একটি আন্তর্জাতিক সংস্থার করা বিশ্বব্যাপী সমীক্ষায় দেখা গেল গড়ে বছরে প্রায় ২৭ বার মাতাল হয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকেরা। যা গোটা বিশ্বের নিরিখে প্রায় দ্বিগুণ। প্রসঙ্গত গোটা বিশ্বে অতিরিক্ত মদ পান করে বেঁহুশ হওয়ার গড় বছরে ১৫ বারের কাছাকাছি।

সমীক্ষায় একটি বিষয় কিন্তু স্পষ্ট, কোভিড ও লকডাউনে মদের চাহিদার বিপুল বৃদ্ধি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বজুড়েই মানুষ বেশি করে ঝুঁকেছেন মদ পানের দিকে। কাজেই বঙ্গে দুর্গা পুজোর সময়ে ১০০ কোটির বেশি টাকার মদ বিক্রি বা গত এক বছরে উত্তরপ্রদেশে ৩১৫০০ কোটির টাকার মদ বিক্রিতে চক্ষু চড়ক গাছ হওয়ার আদপেও কোনো কারণ নেই।

ইবাংলা/এএমখান/০৪ ডিসেম্বর, ২০২১

মদমাতাল
Comments (0)
Add Comment