চলন্ত ট্রেন থেকে খুলে গেল বগি!

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ঢাকা থেকে জামালপুরগামী চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি খুলে আলাদা হয়ে গেছে ময়মনসিংহে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার ( ৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (বাকৃবি) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ ঘণ্টাখানেক বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় আসতেই পেছনের একটি বগি জোড়া থেকে খুলে যায়। বিষয়টি চালক বুঝতে পেরে ট্রেন থামিয়ে স্টেশনে যোগাযোগ করেন।

পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় বগি উদ্ধার করে রেলওয়ে স্টেশনে আসে। পরে তিস্তা এক্সপেস ট্রেনটি ময়মনসিংহ থেকে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।ওসি মামুন রহমান জানান, এ ঘটনায় হাওর এক্সপ্রেস ময়মনসিংহে আটকে ছিল। পরে তিস্তা এক্সপ্রেস স্টেশনে ঢুকলে সেটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ইবাংলা / নাঈম/ ৪ ডিসেম্বর, ২০২১

খুলে গেল বগি!চলন্তট্রেন থেকে
Comments (0)
Add Comment