জামালপুর বকশীগঞ্জে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে চলছে নকলের মহোৎসব। শিক্ষক ও শিক্ষার্থী বহিস্কার করেও নকল দমনে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন।
পরীক্ষা চলাকালীন দুই পরীক্ষা কেন্দ্র থেকে ১২ শিক্ষার্থীকে বহিস্কার করেছে কর্তৃপক্ষ। একই সময় দায়িত্ব পালনে অবহেলার কারণে ৫ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে।
জানা যায়, রোববার বকশীগঞ্জ উপজেলার ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও রাহিলা কাদির স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগে ৭জন পরীক্ষার্থীসহ দুই কেন্দ্র থেকে মোট ১২ জন পরীক্ষার্থী বহিস্কার হয়। পরীক্ষাচলাকালে নকলে সহায়তা করার জন্য ৫ জন শিক্ষককে বহিস্কার করে কর্তৃপক্ষ।
সহকারী কমিশনার (ভূমি) সিন্গ্ধা দাস জানান, পরীক্ষা কেন্দ্রে নকল বন্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় মোট ১২ শিক্ষার্থীকে বহিস্কার ও দায়িত্বে অবহেলার কারনে ৫জন শিক্ষককে অব্যহতি দেয়া হয়েছে।
ইবাংলা /টিআর /৫ ডিসেম্বর ২০২১