বহুল আলোচিত ২০০ কোটি রুপি আর্থিক প্রতারণার মামলায় ভারতের দিল্লির এক আদালতে অভিযোগপত্র দিয়েছে দেশটির অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ মামলার মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, তবে অভিযোগপত্রে উঠে এলো নতুন তথ্য। এতে নাম রয়েছে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির। এই মামলায় চলতি বছরের অক্টোবরে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
আর্থিক প্রতারণা মামলার অভিযোগপত্রে বলা হয়, অভিনেত্রী নোরা ফতেহিকে এক কোটি রুপি মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি ও একটি আইফোন উপহার দেন মূল অভিযুক্ত সুকেশ।সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযোগপত্রে জানানো হয়েছে, নোরা ফতেহিকে এক কোটি রুপি মূল্যের একটি বিএমডব্লিউ গাড়ি ও একটি আইফোন উপহার দিয়েছিলেন সুকেশ।
এর আগে ইডিকে নোরা জানিয়েছিলেন, তাকে সুকেশের স্ত্রী অভিনেত্রী লিনা মারিয়া পাল একটি ইভেন্টের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। চেন্নাইতে গত বছরের ডিসেম্বরে সে অনুষ্ঠানটি হয়েছিল৷ চেন্নাইয়ের বাসিন্দা সুকেশের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তার অভিযোগ, এক বছরে তার কাছ থেকে ২০০ কোটি রুপি আত্মসাৎ করেন সুকেশ।
ইবাংলা / নাঈম/ ৬ ডিসেম্বর, ২০২১