ফলনশীল জাতের গম ও আলুর বীজ বিতরণ

জেলা প্রতিনিধি, বগুড়া

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত আলুর উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণের লক্ষ্যে বীজ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে বগুড়া সারিয়াকান্দিতে ২৪০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫০ কেজি আলুর বীজ এবং ৫৭ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১৭ কেজি করে গম বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ১০০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সারিয়াকান্দি উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহাদারা মান্নান এমপি।

উপ সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মতিউর রহমান মতি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বগুড়া জেলার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।

 ইবাংলা /টিআর/ ৬ ডিসেম্বর ২০২১

কৃষি গবেষণাবাংলাদেশ
Comments (0)
Add Comment