করোনা ও উপসর্গে একদিনে ২৪ জেলায় ৮৬ জনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ২৪ জেলায় ৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ৩২ জন।

রাজশাহী মেডিক্যাল একদিনে ২৫ জন মারা গেছে। মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের পাঁচজন, নওগাঁর ২ জন ও চুয়াডাঙ্গার ১ জন। এদের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত এবং ১৬ জনের উপসর্গ ছিল। রাজশাহী জেলায় শনাক্তের হার ৩৬ দশমিক ৯২ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় ৪ জন, যশোরে ৮ জন, বাগেরহাটে ৫ জন, কুষ্টিয়া ৪ জন, নড়াইলে ৩ জন, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও মাগুড়ায় ২ জন করে এবং সাতক্ষীরা ও ঝিনাইদহে একজন করে মারা গেছেন।

এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ১০ জন, ঠাকুরগাওয়ে ৬ জন, চট্টগ্রামে তিনজন, শেরপুরে তিনজন ও গোপালগঞ্জে তিনজন মারা গেছেন। অন্যদিকে বরগুনা, পটুয়াখালী, সিলেট ও দিনাজপুরে একজন করে চারজনের মৃত্যু হয়েছে।

ইই/জেলার সংবাদ/ ২৯ জুন, ২০২১

Comments (0)
Add Comment