৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে কাগোসিমা অঞ্চলের তোকারা দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক এক। দেশটির আবহাওয়া অফিস আরও ভূমিকম্প হতে পারে বলে সতর্ক করেছে। যদিও এ অঞ্চলে প্রায়শই মৃদ্যু ভূমিকা হয়ে থাকে।

তবে ওই ভূমিকম্প থেকে এখনও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতা। জাপানের ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১৪ কিলোমিটার।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৪ জন বাসিন্দা ও ১২ শ্রমিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে শনিবারও ওই অঞ্চলে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। ২০১১ সালের মার্চ মাসে জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

ইবাংলা / টিপি/ ৯ ডিসেম্বর, ২০২১

জাপানভূমিকম্প
Comments (0)
Add Comment