বৃহস্পতিবার ( ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।
এর আগে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ডা. মুরাদ। সম্প্রতি তাঁর ভাইরাল হওয়া একটি ফোনকলে বাংলা সিনেমার একজন নায়িকার সঙ্গে অশ্লীল, অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেন ডা. মুরাদ। এ ছাড়া মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর মেয়ে জাইমা রহমানকে নিয়ে অসৌজন্যমূলক কথা বলেন। এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। একপর্যায়ে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেন। দলীয় পদও হারান।
এই অবস্থায় ডা. মুরাদ হাসান বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন- এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয় বিভিন্ন গণমাধ্যমে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো আমার জানা নেই। উনি (ডা. মুরাদ) বিদেশে যাবেন নাকি দেশে থাকবেন, এটা উনার ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই।’
সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরব আমাদের ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্র। রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়ার ব্যাপারে ওআইসি সম্মেলনে এ নিয়ে আলোচনা করবে সৌদি আরব।’
ইবাংলা /এইচ/৯ ডিসেম্বর, ২০২১