বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে সর্বোচ্চ মানবিকতা দেখিয়েছে। মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশে তিনি (খালেদা জিয়া) কারাগারের বাইরে থেকে চিকিৎসা নিচ্ছেন। এ ব্যাপারে সরকারের পক্ষে পুনরায় মানবিকতা দেখানোর সুযোগ নেই।’
বৃহস্পতিবার ( ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে তাঁর ভাই যে আবেদন করেছেন, সেটা আইন মন্ত্রণালয় পাঠানোর পর তা নিয়ে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। সেই আবেদন এখনও আইন মন্ত্রণালয়ে আছে। তবে আদালত থেকে যে আদেশ আসবে, সেটাই করা হবে।’
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি খালেদা জিয়ার ইস্যু নিয়ে মিলাদ মাহফিল করতে পারে। তবে, আন্দোলনের নামে সহিংসতা করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।’
ইবাংলা /এইচ/৯ ডিসেম্বর, ২০২১