ইউরোপীয় ইউনিয়নের ১৫টি দেশে আশ্রয় পেতে যাচ্ছে প্রায় ৪০ হাজার আফগান শরণার্থী। জার্মানী, নেদারল্যান্ডস,ফ্রান্স ও স্পেনে আশ্রয় পাবে তারা। এর মধ্যে শুধু জার্মানিই গ্রহণ করবে ২৫ হাজার, এছাড়া নেদারল্যান্ডস ৩ হাজার ১৫৯ জন এবং ফ্রান্স ও স্পেন উভয়ে আড়াই হাজার করে শরণার্থীকে আশ্রয় দেবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দিয়েছেন ইউরোপের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা জোহানসন। তার মতে, এটি সংহতির পক্ষে প্রশংসনীয় একটি কাজ এবং নিয়ন্ত্রিত উপায়ে আরও বেশি আফগানকে আশ্রয় দেওয়া ‘অবৈধ অভিবাসন’ ঠেকাতে সাহায্য করবে।
এর আগে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আগামী পাঁচ বছরে সাড়ে ৪২ হাজার আফগানকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে সেসময় এতে আপত্তি জানায় ইইউর কয়েকটি সদস্য দেশ।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে আনুমানিক ৮৫ হাজার আফগান পালিয়ে ইইউর কাছাকাছি দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। ভয়াবহ খরার কারণে সেখানে নতুন করে শরণার্থীর ঢল নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইবাংলা /টিপি/ ১০ডিসেম্বর ২০২১