চার দিনেও উদ্ধার হয়নি ৪ শিক্ষার্থী, আটক ৩ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি

সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার কক্সবাজারের চার স্কুলছাত্রের সন্ধান মেলেনি চার দিনেও। এতে শঙ্কিত হয়ে পড়েছে পরিবারের স্বজনরা। এ ঘটনায় টেকনাফের আশ্রয়শিবির থেকে আটক বাবা-মেয়েসহ তিন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর পর্যন্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে এ ঘটনায় জড়িত সন্দেহে এই তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তবে শুক্রবার বিকেল চারটা পর্যন্ত অপহরণের শিকার স্কুলছাত্রদের সন্ধান মেলেনি।

আটক রোহিঙ্গারা হলেন টেকনাফের মুচনী ক্যাম্পের এইচ-৪ ব্লকের বাসিন্দা নুর সালাম (৫৫), তাঁর মেয়ে রনজন বিবি (১৭) এবং আবদুল কাদেরের ছেলে সাদ্দাম মিয়া (৪০)। শুক্রবার সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আটটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত টেকনাফের নয়াপাড়া ও জাদিমুরা এলাকার কয়েকটি পাহাড়ি আস্তানায় অভিযান চালান এপিবিএন সদস্যরা। পৃথক অভিযানে নেতৃত্বে দেন এপিবিএন নয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আবদুল্লাহ বিন কালাম এবং জাদিমুরা ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

ইবাংলা/ ই/ ১০ নভেম্বর, ২০২১

অপহরণউদ্ধারশিক্ষার্থী
Comments (0)
Add Comment