আক্রান্ত ও উপসর্গ নিয়ে দশ জেলায় ৯১ মৃত্যু

বিশেষ প্রতিনিধি

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জেলায় ৯১ জনের মৃত্যু হয়েছে বলে পৃথকভাবে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য অধিদফতর। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে রাজশাহীর ১৪ জন, নওগাঁর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও ঝিনাইদহের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ, ১৬ জন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হয়ে মারা যান।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় সাতক্ষীরাতে মারা গেছে ১৪ জন। এরমধ্যে ৪ জন করোনা আক্রান্ত ও ১০ জন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া, খুলনার দুইটি হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে। আর, কুষ্টিয়ায় করোনায় মারা গেছে ৯ জন।

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫ জন। জেলায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক সাত-সাত শতাংশ। অন্যদিকে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে টাঙ্গাইলে ১৬ জন, ফরিদপুরে ৫ জন, জামালপুর ও শেরপুরে একজন করে মারা গেছেন।

গেল ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনার উপসর্গ নিয়ে ৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

ইই/গ্রাম বাংলা/ ১ জুলাই, ২০২১

৯১ মৃত্যুজেলায়দশ
Comments (0)
Add Comment