বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫০ বছর আগে, এখনো তাদের ভাগ্যর উন্নয়ন তো দূরের কথা, নিজ ভিটেমাটি হারিয়ে অনেকেই আবার মিথ্যা মামলায় জড়িয়ে পথে বসার উপক্রম হয়েছে।
এমন দাবি করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মানববন্ধন কর্মসূচির পাশাপাশি জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
রোববার বেলা ১১টায় শহরের ঐতিহাসিক সাতমাথায় জাতীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিষদের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের তৃণমূল নেতা বিমল রবিদাশ।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন সন্তোষ শিং বাবু। মানববন্ধনে উপস্থিত ছিলেন পলাশ প্রভাত চন্দন, স্বপন কর্ণদাস, কৃষ্ণ চন্দ্র বর্মন, গৌতম মাহাতো, অমল মাহাতো, মনিলাল প্রমুখ।
ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১