তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করতে চাইলো আম আদমি পার্টি। জানা গেছে,ভারতের গোয়া রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গোয়া সফরে যাচ্ছেন তখন এমন ঘোষণা আসলো আম আদমি পার্টির (আপ) পক্ষ থেকে। খবর হিন্দুস্তান টাইমস এর।
যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি তৃণমূল কংগ্রেস। তিনদিনের সফরে আজ গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে গোয়ায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে, এছাড়া অনেকেরই তৃণমূলে যোগদানের সম্ভাবনা প্রবল।
উল্লেখ্য, নতুন বছরেই গোয়ায় বিধানসভা ভোট। আসন্ন নির্বাচনে এবার শাসক বিজেপিকে বড়সড় ধাক্কা দিতে মরিয়া তৃণমূল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে দলে টেনে ইতিমধ্যেই সেই ইঙ্গিত দেওয়া হয়েছে।
ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১