হ্যাটট্রিক করতে চলেছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ও নায়িকা জাহারা মিতু। তবে মাঠে নয়, বড়পর্দায়। বর্তমানে ‘যন্ত্রণা’ ও ‘জয় বাংলা’ ছবিতে এ জুটি কাজ করছেন। এবার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন তারা। ছবির নাম ‘কুস্তিগীর’। শাহীন সুমন পরিচালিত ও সচেতন মিডিয়া প্রযোজিত এ ছবির শুটিং শুরু হবে ২২ ডিসেম্বর। এমনটাই বললেন অভিনেত্রী জাহারা মিতু।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে মুঠোফোনে মিতু বলেন, ‘বাপ্পীর সাথে এটি আমার তৃতীয় ছবি। সবকিছু ঠিক থাকলে গাজীপুরের হোতাপাড়ায় এ ছবির ক্যামেরা অন হবে ২২ ডিসেম্বর। টানা ১৪ দিন শুটিং হবে সেখানে। মূলত বাপ্পীর জন্যই এ অপেক্ষা। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।’
মিতু আরও বলেন, ‘যন্ত্রণায় বাপ্পি শ্যুটিং করেছেন আট দিন, আমার অংশের কাজ শুরু হয়নি। ‘কুস্তিগীর’ শেষ করেই আমরা যন্ত্রণার সেটে ঢুকবো। পরিচালক ওভাবেই ডেট নিয়েছেন। এছাড়া ‘জয় বাংলা’ সিনেমাও কিছুটা বিলম্বিত হচ্ছে। কারণ পরিচালক কাজী হায়াৎ আঙ্কেল সম্প্রতি হৃদযন্ত্রের অস্ত্রোপচার করিয়েছেন। তিনি পুরোপুরি সুস্থ হলে এই ছবির ক্যামেরা আবার অন হবে।’
ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১