২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট

বিনোদন ডেস্ক

ভারতের অভিনেত্রী ও মডেল হারনাজ সান্ধু এ বছর মিস ইউনিভার্সের খেতাব জিতেছেন। ২১ বছর পর ভারতের হয়ে মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ২১ বছর বয়সী হারনাজ।

হারনাজের মিস ইউনিভার্সের মুকুট জয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি উচ্ছ্বসিত লারা। টুইটারে লারা লিখেছেন, ‌‘মিস ইউনিভার্স ক্লাবে স্বাগতম! এই মুকুটটির জন্য আমরা দীর্ঘ ২১ বছর অপেক্ষা করেছি। তুমি আমাদের অনেক বেশি গর্বিত করে তুলেছো। শত কোটি মানুষের স্বপ্ন সত্যি হলো।’

এ নিয়ে মোট তিনবার মিস ইউনিভার্সের মুকুট এসেছে ভারতে। লারার আগে ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন অভিনেত্রী সুস্মিতা সেন।

মিস ইউনিভার্সের পদক জেতা হারনাজ সাবেক মিস ওয়ার্ল্ড ও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভক্ত। এরইমধ্যে কয়েকটি পাঞ্জাবি ছবিতেও দেখা গেছে তাকে।

ইবাংলা /টিআর /১২ ডিসেম্বর ২০২১

অভিনেত্রী সুস্মিতা সেনভারতেরমিস ইউনিভার্সের
Comments (0)
Add Comment