করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে যুক্তরাজ্যে করোনা সনাক্ত রোগীদের মধ্যে ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত বলে জানায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ওমিক্রনের কারনে বিশ্বজুড়ে উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও এক ব্রিফিংয়ে এ ঝুঁকির কথা বলেছে।
আরও পড়ুন: করোনা রোগীর ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত
সংস্থাটি জানায়, ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি দেশে করোনার ওমিক্রন ধরন ছড়িয়েছে পড়েছে। এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এ তথ্য জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন করোনা টিকার সুরক্ষা ভেদ করতে পারে বলে কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
ডব্লিউএইচও জানায়, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, করোনার ওমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে।তবে ওমিক্রনের তীব্রতা–সম্পর্কিত ক্লিনিক্যাল তথ্য এখনও সীমিত। এ সম্পর্কে ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত তাদের হাতে নেই।
ডব্লিউএইচও বলেছে, ওমিক্রনের তীব্রতা বোঝার জন্য আরও তথ্য-প্রমাণ প্রয়োজন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ পাওয়ার আশা করা হচ্ছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ওমিক্রনে গুরুতর অসুস্থ না হলেও ধরনটি অতিমাত্রায় সংক্রামক।
ইবাংলা টিপি/১৪ ডিসেম্বর,২০২১