জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরলেন পরীমনিকান্ডের নাছির

আদালদ প্রতিবেদক, ঢাকা:

বিরুলিয়ার বোট ক্লাবে নায়িকা পরীমণিকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে দায়ের করা মামলা ও মাদকের মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন ব্যবসায়ী নাছিন ইউ মাহমুদ। বৃহস্পতিবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নাছিরে আইনজীবী আমানুল করিম লিটন।

আইনজীবী জানান, কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল বুধবার (৩০ জুন) রাত ৮টার দিকে মুক্তি পেয়েছেন নাছির ইউ মাহমুদ। দুই মামলায় ২ সপ্তাহ কারাভোগের পর মুক্ত হলেন তিনি।

এই ব্যবসায়ীর আইনজীবী লিটন বলেন, ‘রাত ৮টায় কারাগার থেকে বের হলে তার ভাইসহ আত্মীয়-স্বজনরা তাকে রিসিভ করে বাসায় নিয়ে যান। বর্তমানে তিনি তার উত্তরার বাসাতেই রয়েছেন। আর শারীরিকভাবে সুস্থই আছেন।’

গত ১৪ জুন দুপুরে সাভার থানায় নাছির উদ্দিন ও অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন নায়িকা পরীমণি। মামলার পর অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। ওই দিনই নাছির, অমিসহ ৫ জনকে উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার মাদক জব্দের কথাও জানায় আইনশৃঙ্খলা বাহিনী। সেদিন রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মানিক কুমার শিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা মাদক মামলায় নাছির ও অমির ৭ দিন এবং ওই ৩ নারীকে তিনদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত। রিমান্ড শেষ হলে নাছির উদ্দিন ও অমিকে গত ২৩ জুন পরীমনির মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।

গত মঙ্গলবার (২৯ জুন) নাছির উদ্দিন ও অমিকে পরীমনির মামলায় জামিন দেন আদালত। আর বুধবার (৩০ জুন) মাদক মামলায় জামিন পান। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে বাধা ছিল না।

এদিকে নাছির ইউ মাহমুদ কারামুক্ত হতে পারলেও অমি পারছেন না। কারণ বিমানবন্দর থানার মাদক মামলা, দক্ষিণখান থানার মানবপাচার ও পাসপোর্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে অমিকে। কারামুক্ত হতে হলে তাকে ৩ মামলাতেই জামিন পেতে হবে।

ইই/আই/ ১ জুলাই, ২০২১

কারামুক্তনাছিরপরীমনিকান্ডের
Comments (0)
Add Comment