রাঙ্গামাটির নানিয়ারচরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে ৮৫ বছর বয়সী হারুন অর রশীদ নামে এক অশীতিপর বৃদ্ধকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাঙ্গামাটির নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায়ে আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ৬০ দিনের মধ্যে এ জরিমানার টাকা নির্যাতিতা শিশুর বাবা-মাকে ক্ষতিপূরণ হিসেবে দেয়ার আদেশ দেয়া হয়। এ সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে পরবর্তী ১৮০ দিনের মধ্যে আসামি হারুনার রশীদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক করে তা নিলামে দিয়ে বিক্রয়লব্ধ অর্থ ট্রাইবুন্যালে জমা দেয়ার জন্য জেলা প্রশাসক রাঙ্গামাটিকে নির্দেশ দেয়া হয়।
২০২০ সালের ৪ অক্টোবর রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুরের বাসিন্দা ওই শিশুকে ধর্ষণের অভিযোগ এনে হারুন অর রশীদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিতা শিশুটির মা।
এ রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।
ইবাংলা / এইচ/ ১৫ ডিসেম্বর, ২০২১