সুবর্ণজয়ন্তীর কুচকাওয়াজে ছিলেন দুই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য সাজ আর নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিজয় দিবস কুচকাওয়াজ অংশগ্রহণ করেন দুই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শুরু হয় এ কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে দশটার দিকে বিজয় দিবস কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে, রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজের বিশেষ অতিথি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান।

কুচকাওয়াজে বিশেষ অতিথি অংশ নিতে আসা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শুরু হয় বিভিন্ন বাহিনীর প্রদর্শনী। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্যারেডের পাশাপাশি বিমানবাহিনীর নানা কসরত, প্যারাসুট জাম্পসহ বিভিন্ন প্রদশর্নীর আয়োজন করা হয়েছে। এবারে বিজয় দিবস কুচকাওয়াজে অংশ নিয়েছে ভারত, রাশিয়া, ভুটান কন্টিনজেন্ট এবং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের পরিদর্শন দল।

এর আগে, মহান বিজয় দিবসের ভোরে ভোর সাড়ে ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ইবাংলা/ ই/ ১৬ ডিসেম্বর, ২০২১

কুচকাওয়াজেপ্রধানমন্ত্রীরাষ্ট্রপতি
Comments (0)
Add Comment