ঢাকা ছাড়ার অপেক্ষায় ভারতের রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনা কালিমন্দিরের বর্ধিত অংশ পরিদর্শন করেন ভারতের রাষ্ট্রপতি। মন্দিরে তাকে অভ্যর্থনা জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। শাঁখ বাজিয়ে সনাতন পদ্ধতিতে আমন্ত্রণ জানানো হয় ভারতের রাষ্ট্রপতি ও তার স্ত্রী সবিতাসহ পরিবারের সদস্যদের। এরপর প্রার্থনা করেন তিনি। সাথে ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

মন্দিরের বর্ধিতাংশ এবং গেস্ট হাউজ উদ্বোধন করেন রামনাথ কোবিন্দ। মন্দিরের কমিটির সাথে কথা বলে কিছুটা সময় পার করে আবারও হোটেলে ফিরে যান ভারতের রাষ্ট্রপতি। এরপর বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে তার।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে বুধবার সকাল সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথমে সাভারের স্মৃতি সৌধে এবং পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবদন করেন তিনি। তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ১৬ই ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ‘গেস্ট অব অনার’ হিসাবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেন রামনাথ কোবিন্দ।ি

ইবাংলা/ ই/ ১৭ ডিসেম্বর, ২০২১

অপেক্ষায়ভারতেররাষ্ট্রপতি
Comments (0)
Add Comment