টাইগারদের আইসোলেশন ২১ ডিসেম্বর পর্যন্ত

ক্রীডা ডেস্ক

বোলিং কোচ রঙ্গনা হেরাথের পর নতুন করে বাংলাদেশ দলের আর কোনো সদস্য করোনায় আক্রান্ত হননি। এরপরও সতর্কতার অংশ হিসেবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত পুরো দলকে আইসোলেশনে থাকতে হচ্ছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক রাজ।

নিউজিল্যান্ড পৌঁছে প্রথম দুই কোভিড টেস্টে কোনো দুঃসংবাদ শুনতে হয়নি বাংলাদেশ দলকে। তবে তৃতীয় টেস্টে পজিটিভ হন হেরাথ। সাবেক লঙ্কান তারকা স্পিনারের সংস্পর্শে থাকার কারণে সফরকারী দলের অধিনায়ক মমিনুল হক সৌরভসহ নয়জনকে নতুন করে আইসোলেশনে পাঠানো হয়।

অনুশীলন ছাড়া মাঠে নামা অনেক কঠিন। তাই ২১ তারিখ আইসোলেশন শেষ হলে বাংলাদেশ দলের দুটি আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। সেক্ষেত্রে কমে যেতে পারে একটি গা গরমের ম্যাচ। যদিও এই বিষয়ে এখনও কিছু জানায়নি টিম ম্যানেজম্যান্ট।

গণমাধ্যমকে আব্দুর রাজ্জাক বলেন, ‘পুরো দলকে ২১ ডিসেম্বর পর্যন্ত আইসোলেশনে থাকতে হবে। এই সময়কালে কোন ধরনের প্র্যাকটিস, বাইরে যাওয়া এবং জিম বন্ধ থাকবে। বিশেষ নিরাপত্তার কথা ভেবেই এই ব্যবস্থা নিয়েছে স্থানীয় ক্রিকেট বোর্ড। তবে ভালো খবর হল, বাংলাদেশ দলে নতুন করে কেউ আক্রান্ত হননি।’

ইবাংলা /টিআর/ ১৭ ডিসেম্বর

আইসোলেশননিউজিল্যান্ডবাংলাদেশবিসিবির নির্বাচক
Comments (0)
Add Comment