নারীসহ আ. লীগ নেতা আটক, পরে বিয়ে

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে প্রবাসফেরত নারীর সঙ্গে রাত কাটাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন মহারম আলী (৩২) নামের এক আওয়ামী লীগ নেতা। পরে উভয়পক্ষের লোকজন তাদের বিয়ে পড়িয়ে দেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে।

মহারম আলী উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, গভীর রাতে মহারম আলী প্রবাসফেরত ওই নারীর ঘরে গেলে স্থানীয়রা টের পেয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে রাত ৩টার দিকে উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে চার লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে দেওয়া হয়।

নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মহারম আলী প্রবাসফেরত ওই নারীর কাছে প্রায়ই যাতায়াত করতেন। রাতে ওই নারীর ঘরে প্রবেশ করলে স্থানীয়রা দুজনকে আটক করে বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় সভাপতির সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মহারম আলী বলেন, অসহায় ওই নারীর বাড়িতে এসে তাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাকে আটক করা হয়েছে।

ইবাংলা /টিআর/ ১৭ ডিসেম্বর

আওয়ামী লীগনারীসাধারণ সম্পাদকসিরাজগঞ্জে
Comments (0)
Add Comment