মিস ওয়ার্ল্ড ২০২১ চূড়ান্ত পর্ব স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সুন্দরীসহ আয়োজক করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে ‘মিস ওয়ার্ল্ড ২০২১’-এর চূড়ান্ত পর্ব। মিস ইন্ডিয়া ২০২০ মানাসা বারানসীসহ করোনায় আক্রান্ত আরও ১৭ সুন্দরী ও আয়োজক। সংক্রমণ থেকে অন্যদের বাঁচাতে অনুষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার পুয়ের্তো রিকোতে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হঠাৎ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় অনুষ্ঠানটি বন্ধ করতে হলো। বৃহস্পতিবার এক বিবৃতিতে অনুষ্ঠান পেছানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন আয়োজকেরা। তবে আগামী ৯০ দিনের মধ্যে আবার অনুষ্ঠানের আয়োজন করা হবে।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিযোগী, কর্মী ও অতিথিদের সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড ২০২১ বিশ্বসুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠান সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হচ্ছে। করোনায় আক্রান্ত ভারতের তেলেঙ্গানার মানাসা বারানসী পুয়ের্তো রিকোতে আইসোলেশনে আছেন।

ইবাংলা / টিপি/ ১৮ ডিসেম্বর, ২০২১

মিস ওয়ার্ল্ড ২০২১’স্থগিত
Comments (0)
Add Comment