‘রাই’য়ের আঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

‘রাই’য়ের আঘাতে ফিলিপাইনে এ পর্যন্ত অন্তত ২১ জন মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলের আঘাতহানা এ ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) ফিলিপাইনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানায় টাইফুন ‘রাই’য়ের কারণে ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিপাইনের আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান আলবার্তো বোকানিগ্রা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘কার্যত এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি।’ এ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও উদ্ধারে ১৮ হাজারের বেশি সেনা সদস্য, পুলিশ, কোস্টগার্ড ও অগ্নিনির্বাপন কর্মী অংশ নিয়েছেন।

প্যাগাসা জানিয়েছে, সমুদ্রে এটি ১৯৫ কিলোমিটার গতিতে এগোলেও স্থলভাবে এটি ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেড়ে আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের (জেটিডব্লিউসি) ‘রাই’কে ‘সুপার টাইফুন’ বলে ঘোষণা দিয়েছে

ইবাংলা / টিপি/ ১৮ ডিসেম্বর, ২০২১

Comments (0)
Add Comment