‘চেইন অব কমান্ড’ মেনে চলার নির্দেশ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে ‘চেইন অব কমান্ড’ মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৯ ডিসেম্বর) পিলখানায় বিজিবি দিবস-২০২১ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। বিজিবি সদস্যদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনারা দেশপ্রেম ও শৃঙ্খলা নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা সবসময় মনে রাখতে হবে, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

তিনি বলেন, কখনো শৃঙ্খলা ব্যাঘাত ঘটাবেন না। তাতে নিজেদেরই ক্ষতি হবে। চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটা শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য।

আলোচিত পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেই ঘটনায় বিডিআরের ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ প্রায় ৭৪ জন মানুষ শাহাদাত বরণ করেন। দ্রুত সময়ে এই ঘটনার বিচার কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, ২০১০ সালে আমরা বাংলাদেশ বর্ডার গার্ড আইন, ২০১০ পাস করি। কারণ ফেব্রুয়ারি মাসে ওই ঘটনার পর, এটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল যে বিডিআরকে নতুন একটা নাম দিয়ে আইন পাস করা।

এ সময় দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা নিয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে বিজিবি জওয়ানদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ইবাংলা /টিআর/১৯ ডিসেম্বর

‘শেখ হাসিনাপ্রধানমন্ত্রীবাংলাদেশেরসততা ও শৃঙ্খলা
Comments (0)
Add Comment