বঙ্গভবনে রাষ্ট্রপতির সংলাপ শুরু কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রথম দিন সংলাপে যাবে জাতীয় পার্টির আট সদস্যের একটি প্রতিনিধি দল।

রোববার (১৯ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-০২ খন্দকার দেলোয়ার জালালী।

তিনি জানান, আগামী সোমবার (২০ ডিসেম্বর) বিকাল চারটায় বঙ্গভবনে যাবে জাতীয় পার্টির আট সদস্যের একটি প্রতিনিধি দল।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সংসদের প্রধান বিরোধী দল হিসেবে প্রথমে জাতীয় পার্টিকে (জাপা) আনুষ্ঠানিকভাবে সংলাপের আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

ইবাংলা /টিআর /১৯ ডিসেম্বর

কমিশননির্বাচনসংসদে
Comments (0)
Add Comment