মেকআপে গুরুত্বপূর্ণ অংশ কনট্যুরিং

লাইফস্টাইল ডেস্ক

মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফেস কনট্যুরিং। কনট্যুর করাটা অনেকেই কঠিন মনে করেন। কনট্যুর করার আগে আয়নায় একবার নিজের মুখের বিভিন্ন অংশ গুলো ভালোভাবে দেখে নিন। কোন অংশগুলো আপনি ঢাকতে চান সে যায়গাগুলো কনট্যুর করে ঢেকে রাখতে পারেন।
এর কাজ হচ্ছে আপনার মুখের শেইপ টা ফিরিয়ে আনা মেকাপে।

ফাউন্ডেশন ব্যবহারের পর মুখে একটি সমতল ভাব আসে। মুখের বিভিন্ন অংশে আলোছায়া খেলার যে ব্যাপারটা থাকে সেটা ফাউন্ডেশন ব্যবহারের পর উধাও। কনট্যুরিং করে সেই মুখের শেইপে একটা সার্প ভাব নিয়ে আসা সম্ভব হয়।

কনট্যুর ব্যবহারের কয়টি ধাপ:

১) মুখের চোয়াল কনট্যুর: এক্ষেত্রে আপনাকে ব্রোঞ্জার বাছাই করতে হবে ত্বকের রঙের চেয়ে দু/তিন শেড গাঢ়। কানের উপরিভাগ থেকে শুরু করে চোয়ালের মাঝ পর্যন্ত এবং ঠিক চোয়ালের হাড় বরাবর ব্রোঞ্জার লাগান, ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে তা ভালো করে ব্লেন্ড করে দিন।

২)হেয়ার লাইন / চুলের অংশ : আমরা স্কিনে ফাউন্ডেশন ব্যবহার করার পর যখন আমাদের হেয়ার স্ক্যাল্পে খেয়াল করি তখনই মেকাপ টা আমাদের স্কিন শেডের চেয়ে লাইট মনে হয়। তাই আপনার মেকাপে ন্যাচরাল লুক দিতে আপনাকে অবশ্যই হেয়ার লাইন কনট্যুর করতে হবে।কানের পাশ থেকে টেনে কপালের চুলের লাইনে হালকা করে ব্রোঞ্জার লাগান।

৩) নাক কনট্যুর: একটু খেয়াল করলেই দেখবেন আমাদের সবার নাকের গঠন একই না। কারো শরু চিকন কিংবা কারো টা একটু চ্যাপ্টা। কিন্তু আমরা সবাই চাই আমাদের নাকটা চিকন মনে হোক। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে কনট্যুর।চ্যাপ্টা অথবা ছোট ব্রাশ দিয়ে নাকের দুপাশে ব্রোঞ্জার লাগান। এতে করে আপনার নাকের দুপাশে একটি ছায়া সৃষ্টি হবে যা আপনার নাক কে শরু দেখাবে।

৪) জ-লাইন / থুতনি কনট্যুর : আমাদের অনেকের ডাবল চিনের সমস্যা থাকে যার কারণে মেকাপ লুক সুন্দর কম দেখায়। তাই আপনার এই অংশটুকু কনট্যুরিং করা সমান ভাবেই গুরুত্বপূর্ণ। থুতনির নিচ থেকে কানের পিছ পর্যন্ত ব্রোঞ্জার লাগান এবং গলার দিকে মিশিয়ে দিন। গলার কাছে এভাবে কনট্যুর করে ‘ডাবল-চিন’ অনেকাংশে ঢেকে ফেলা যায়।

কিছু টিপস:

১)আপনি যদি লিকুইড কন্টোর ব্যবহার করেন সেক্ষেত্রে খুবই সামান্য পরিমান প্রোডাক্ট নিয়ে করবেন। কনট্যুরিং যদি বেশী হয় সেক্ষেত্রে আপনার মুখ বেশী চাপা দেখাবে যা মেকাপকে বাজে দেখাবে।

২) যারা লিকুইড কনট্যুর ব্যবহার করতে চান না তারা পাউডার কনট্যুর ব্যবহার করতে পারেন যেটাকে ব্রোঞ্জার বলা হয়। মনে রাখবেন কনট্যুর কিংবা ব্রোঞ্জার যেটাই ব্যবহার করবেন খুবই অল্প অল্প প্রোডাক্ট নিয়ে ব্যবহার করবেন।

৩)কনট্যুরিং এর সময় প্রোডাক্ট ভালোভাবে মিশিয়ে নিন। নয়তো কনট্যুর লাইন বুঝা যাবে এতে মেকাপ কেকি মনে হবে।

ইবাংলা /টিপি/২০ ডিসেম্বর

কনট্যুরিংমেকআপ
Comments (0)
Add Comment