গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মা ও ছেলে। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে একই ইউনিয়নে মা-ছেলের নির্বাচনে লড়ার বিষয়টি জনমনে নানা প্রশ্নের পাশাপশি হাস্যরসেরও জন্ম দিয়েছে।
জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৭ নং শালমারা ইউনিয়নের আছাব উদ্দিনের ছেলে ইমরান হোসেন মিলন ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একই ইউনিয়নে তার মা মোছা. মিহিলিকা বেগম একই পদে টেলিফোন প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ ভোটারদের মাঝে অনেক আলোচনা-সমালোচনা ও নানা হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে খোঁজ নিতে সংবাদকর্মীরা তাদের বাড়িতে গেলেও নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় তাদের কাউকেই পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী ছেলে ইমরান হোসেন মিলন জানিয়েছেন, নানা জটিলতার কারণে তারা মা-ছেলে দুজনই মনোনয়নপত্র দাখিল করেন।
কিন্তু সময় না পাওয়ায় তার মা মোছা. মিহিকা বেগম প্রার্থীতা প্রত্যাহার করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী তারা মা এবং ছেলে দু’জনেরই প্রার্থীতা রয়ে গেছে। কী ধরণের জটিলতার কারণে তারা মা-ছেলে দু’জনই প্রার্থী হয়েছিলেন তার কারণ তিনি প্রকাশ করেননি।
ইবাংলা /টিআর/২১ ডিসেম্বর