কলকাতা নির্বাচনে ১৩২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

আন্তর্জাতিক ডেস্ক

তৃণমূল কংগ্রেসের হাতের মুঠোয় চলে আসছে কলকাতা। নির্বাচনে কলকাতা পৌরসভার ১৪৪টি ওয়ার্ডে বড় জয়ের পথে রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনে ভোট গ্রহণের পর মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৮ থেকে ভোট গণনা শুরু হয়। মেস খবর পাওয়া পর্যন্ত ১৩২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

জয় নিয়ে খুব একটা মাথাব্যথা ছিলো না তৃণমূলের বরং কত ব্যবধানে জয় পাবে সেটাই দেখার অপেক্ষা ছিল তাদের। ক্ষমতাসীন তৃণমূল ঘোষণা দিয়েছিল- ১৩০ থেকে ১৩৩টি ওয়ার্ড তাদের দখলে থাকবে। এখন পর্যন্ত তাদের দেওয়া ঘোষণাই সঠিক প্রমানিত হয়েছে।

এদিকে, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগেই পৌরসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমাদের সমর্থন করার জন্য মা-মাটি-মানুষকে ধন্যবাদ। মানুষ যত আমাদের সমর্থন করবেন, তত আমাদের মাথা নত হবে।’

মমতা আরও বলেন, এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। তবে, বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি মমতা। বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘জনতার রায়ে বিজেপি ভোকাট্টা।’

ইবাংলা / টিপি/ ২১ডিসেম্বর, ২০২১

জয়তৃণমূল কংগ্রেস
Comments (0)
Add Comment