নওগাঁর পত্নীতলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নে সদস্য পদে প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের আলামিন। তিনি মাইক প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এই জেলায় প্রথম তৃতীয় লিঙ্গের কেউ নির্বাচনে অংশগ্রহণ করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলামিন পত্নীতলা ইউনিয়নের শম্ভুপুর গ্রামের মোজাম্মেল হোসেনের সন্তান।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পত্নীতলা উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩৮৭ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়। পত্নীতলা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে মাইক প্রতীক নিয়ে তৃতীয় লিঙ্গের আলামিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ ওয়ার্ড থেকে তিনিসহ মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন।
আলামিন বলেন, আমি জনগণের সেবক হতে চাই। তাই আমি সংরক্ষিত মহিলা আসনে সদস্য পদপ্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। আমার বিশ্বাস মানুষ আমাকে ভোট দিবেন। কোথাও বৈষম্যের শিকার না হলে, আমি বিজয় লাভ করব।
এদিকে হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন তৃতীয় লিঙ্গের সুরমা। কোথাও বৈষম্যের শিকার না হয়ে বরং ভোটারদের সাড়া পাওয়ায় জয়ে আশাবাদী তিনি।
সুরমা বলেন, প্রচারণায় আমি আমার গ্রামের মুরুব্বী ও সব শ্রেণির মানুষের সহযোগিতা পাচ্ছি। তারা আমার প্রতি সহানুভূতিশীল। তবে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঝেমধ্যে আমার পোস্টার ছিঁড়ে ফেলে। আমি জয়ের জন্য আশাবাদী। আগামী ২৬ ডিসেম্বর লাখাই উপজেলার ৬৫টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এর আগে গত ২৮ নভেম্বর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়ন নির্বাচনে আনারস প্রতীকের তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতুর কাছে পরাজিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সানা।
ভোটে জয়ী হয়ে মুঠোফোনে ঋতু বলেন, এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রতিটি মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ শোধ করার চেষ্টা করব।
ইবাংলা /টিআর /২২ ডিসেম্বর