ত্রিশোর্ধ্বদের বুস্টার ডোজ দেবে পাকিস্তান

আন্তর্াতিক ডেস্ক

৩০ বছর ও এর বেশি বয়সী সবাইকেই কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির কোভিড রেসপন্স কমিটি এই অনুমোদন দেয়। বিশ্বব্যাপী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার মধ্যেই এই সিদ্ধান্ত নিলো দেশটি।

এদিকে পাকিস্তানের জাতীয় স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের পরিচালক ড. রানা সাফদারের উদ্ধৃতি দিয়ে দেশটির প্রধান সারির গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী ১ জানুয়ারি থেকে বিনামূল্যে ৩০ বছর ও এর বেশি বয়সীদের শরীরে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে। গণমাধ্যমটি আরও জানায়, মঙ্গলবার পাকিস্তানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১০ জন এবং মারা গেছেন ১০ জন।

রানা সাফদার জানিয়েছেন, নিজেদের পছন্দ অনুযায়ী টিকার তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ বেছে নিতে পারবেন গ্রহীতারা। তিনি জোর দিয়ে বলেন, গ্রহীতারা চাইলে প্রথম দুই ডোজ থেকে আলাদা কোনো কেম্পানির টিকা বা প্রথম দুই ডোজের মতো একই কোম্পানির টিকা বুস্টার ডোজ হিসেবে বেছে নিতে পারবেন।

এর আগে পাকিস্তানে কেবল ৫০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং দুর্বল রোগ-প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদেরই টিকার বুস্টার ডোজ নেওয়ার অনুমতি ছিল। তবে দেশটির কোভিড রেসপন্স কর্তৃপক্ষের সর্বশেষ এই সিদ্ধান্তের কারণে ৩০ বছর ও এর বেশি বয়সী সবাই বুস্টার ডোজ নিতে পারবেন। করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, করোনা মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ৯১ হাজার ৭৩৭ জন এবং মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮২ জনের।

ইবাংলা/ টিপি /২২ ডিসেম্বর, ২০২১

Comments (0)
Add Comment