ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে এখন থেকে বিবাহিত মেয়েরা থাকতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন। এ সময় অন্তঃসত্ত্বা মেয়েদেরও আবাসিক হলে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলগুলোতে বিবাহিত ছাত্রীরা থাকতে পারবে না’-এমন নিয়ম বাতিল চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে ‘নারীর প্রতি বৈষম্যমূলক বিধানটি’ বাতিল না করলে উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার কথা জানানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং সামসুন্নাহার, কুয়েত-মৈত্রী ও সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ বরাবর এই নোটিশ পাঠান।
এর আগে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি ছাত্রী হলে বিবাহিত হওয়ার কারণে কিছুসংখ্যক ছাত্রীর আবাসিক সিট বাতিল করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
ইবাংলা/ এইচ /২২ ডিসেম্বর, ২০২১