যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে মিগ-২১ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন। নিহত পাইলটের নাম উইং কমান্ডার হারশিত সিনহা। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির রাজস্থান রাজ্যের জয়সালমিরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রশিক্ষণ চলাকালীন রাজস্থানের জয়সালমিরের ওয়েস্টার্ন সেক্টরে মিগ-২১ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের বিষয়ে জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমান বাহিনী নিহত পাইলট উইং কমান্ডার হারশিত সিনহার পরিবারের পাশে আছে টুইটে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, বিধ্বস্ত হওয়া বাইসন হচ্ছে মিগ-২১ সিরিজের সর্বাধুনিক বিমান। মিগ-২১ বাইসন এয়ারক্রাফটের চারটি স্কোয়াড্রন পরিচালনা করে ভারতীয় বিমান বাহিনী। একটি স্কোয়াড্রনে অন্তত ১৬-১৮টি যুদ্ধবিমান থাকে। ১৯৬৩ সালে প্রথম সিঙ্গল ইঞ্জিনের মিগ যুদ্ধবিমান হাতে পায় ভারত।

উল্লেখ্য, কয়েকদিন আগেই তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় সস্ত্রীক সিডিএস জেনারেল বিপিন রাওয়ত-সহ ১৪ জনের।

ইবাংলা /টিআর/২৫ ডিসেম্বর

বিধ্বস্তভারতেযুদ্ধবিমান
Comments (0)
Add Comment