সোনাগাজীতে ৩২ বহিরাগত আটক

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর সোনাগাজীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব সৃষ্টির জন্য অনুপ্রবেশের দায়ে ৩২ বহিরাগতকে আটক করা হয়েছে। নির্বাচনে সহিংসতার আশঙ্কায় শনিবার (২৫ ডিসেম্বর) রাতে তাদের আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রে অবৈধ প্রভাব বিস্তারের জন্য কিছু বহিরাগত জড়ো হয়, এমন তথ্যের ভিত্তিতে সোনাগাজী পৌর এলাকা এবং চর দরবেশ ইউনিয়নে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক ও পুলিশের মোবাইল টিম।

অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে পাঁচজন পরশুরাম উপজেলার, সাতজন ফেনী শহরের বিরিঞ্চি ও পাঁচ জন ফুলগাজী উপজেলার বাসিন্দা।

ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘আটকদের থানা হাজতে রাখা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’ ফেনীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনে কোন বহিরাগতকে বিশৃঙ্খলার সুযোগ দেয়া হবে না। বহিরাগতের সন্ধান পেলে তাকে সঙ্গে সঙ্গে আটক করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

ইবাংলা /টিআর/২৬ ডিসেম্বর

ইউনিয়নপরিষদফেনীসোনাগাজী
Comments (0)
Add Comment