২০২১ সালের বলিউড সেরা ৫ গান

বিনোদন ডেস্ক

দুনিয়া মাতিয়ে রাখা বলিউডের গানের জুড়ি নেই। প্রায় প্রতি বছরই কিছু সুপারহিট গান উপহার দেয় বলিউড। এবারেও তার ব্যতিক্রম ছিলো না। নতুন ও পুরনো গান রিমিক্স করে হিন্দি গানের বাজার ছিলো রমরমা। সেসব প্রায় সবই সিনেমার গান।

টিপ টিপ: নব্বইয়ের দশকে এই গান রীতিমতো আলোড়ন তুলেছিল। হলুদ শাড়িতে রাভিনা টেন্ডন ঝড় তুলেছিলেন বহু তরুণের হৃদয়ে। ‘খিলাড়ি কুমার’ এবং রাভিনার রসায়ন দর্শকদের মনে দাগ কেটে গিয়েছিল। প্রায় ২৬ বছর পর সেই গানের রিমেক করা হল ‘সূর্যবংশী’ ছবিতে। এখানে অক্ষয় কুমারের বিপরীতে দেখা গেছে ক্যাটরিনা কাইফকে। দুজনের রসায়নে এবারেও বিশ্বের নানা দেশের দর্শক মাতিয়েছে গানটি।

কুসু কুসু: গেল কয়েক বছর ধরে নোরা ফাতেহি আলোচনায় থাকছেন কোনো না কোনো আইটেম গান দিয়ে। এ বছরেও তিনি হাজির। ‘কুসু কুসু’ গানের মাধ্যমে আবারও আইটেম গান দিয়ে ঝড় তুলেছেন এই অভিনেত্রী। ‘সত্যমেব জয়তে ২’ সিনেমার ‘কুসু কুসু’ গানটি ইউটিউবে মুক্তি পেতেই ভিউ বেড়ে চলেছে। গানটি লিখেছেন তানিষ্ক বাগচী। নেটিজেনরা এরই মধ্যে দারুণ পছন্দ করেছে গানটি।

ডান্স মেরি রানী: নোরা ফাতেহির আরও একটি অনবদ্য পারফর্ম দেখা গেছে এই গানে। এখানে তিনি মৎস্যকন্যার রূপে ঝড় তুলেছেন। তার ভিন্ন আমেজের নাচে মজেছেন হিন্দি গানের ভক্তরা। নোরার এই নতুন গানটি লিখেছেন গীতিকার রশ্মি। সুর করেছেন তানিষ্ক বাগচী। কণ্ঠ দিয়েছেন গুরু রান্ধাওয়া ও জাহরাহ এস খান।

ট্যাটু ওয়ালিয়া: এই প্রজন্মের শ্রোতাদের কাছে প্রিয় গান মানেই নেহা কক্কর। তার সুরেলা কণ্ঠ জয় করে নেয় কোটি ভক্তের মন। ‘ট্যাটু ওয়ালিয়া’ গানটিও তার ভক্তদের মাতিয়েছে।

পরম সুন্দরী: মিমি সিনেমার জন্য এ গানটির সুর করেছেন বলিউডে ‘সুরের ঈশ্বর’ খ্যাত এ আর রহমান। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং গেয়েছেন শ্রেয়া ঘোষাল। গানটি প্রকাশ পাওয়ার পর থেকেই সবার মুখে মুখে বেজেছে। ইউটিউবে ২৮৯ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন গানটি।

ইবাংলা / নাঈম/ ২৭ ডিসেম্বর, ২০২১

এই প্রজন্মেরপরম সুন্দরীবলিউড
Comments (0)
Add Comment