নরসিংদীর মনোহরদীতে মাঠে জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে চালক নিহত ও আরোহী ট্রসক্টর মালিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক্টর চালক রায়হানের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যেয় উপজেলার লেবুতলা ঝাড়তলা গ্রাম সংলগ্ন মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যায় চালক রায়হান। এ সময় উঁচু রাস্তা থেকে নীচের মাঠে নামতে গিয়ে তার ট্রাক্টরটি উল্টে যায়। এতে চাপা পড়ে চালক রায়হান (২২) ও ট্রাক্টর মালিক রবিউল মারাত্মক আহত হন।চিকিৎসার্থে তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে এখান থেকে তাদের ঢাকায় প্রেরন করা হয়। সেখানে নেয়ার পর ঢাকার রাস্তায় জ্যামে পড়ে রাত ১০ টার দিকে তার মৃত্যু ঘটে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
তিনি উপজেলার তারাকান্দী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। ট্রাক্টর মালিক রবিউল মারাত্মক আহতাবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে। এ ব্যাপারে মনোহরদী থানার ওসি আনিচুর রহমান জানান,দুর্ঘটনায় আহতদের চিকিৎসার্থে ঢাকায় নেয়া হয়েছে বলে শুনেছি। তবে এর বিস্তারিত আমার জানা নেই।
ইবাংলা / নাঈম/ ২৯ ডিসেম্বর, ২০২১