চলতি সপ্তাহে বিশ্বজুড়ে শনাক্তের নতুন রেকর্ড

ইবাংলা ডেস্ক

চলতি মাসের ২২ থেকে ২৮ ডিসেম্বর প্রতিদিন গড়ে ৯ লাখ ৩৫ হাজারের বেশি মানুষের কোভিড শনাক্ত হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের দৈনিক হিসাবের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে এএফপি। এএফপি-র পরিসংখ্যানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা

বলা হচ্ছে আগের সাত দিনের তুলনায় ২২ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী নিবন্ধিত সংক্রমণ ৩৭ শতাংশ বেড়েছে। ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে মোট ৬৫ লাখ ৫০ হাজার মানুষের কোভিড শনাক্ত হয়েছে। ২০২০ সালের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড মহামারি ঘোষণা করার পর থেকে এটিই শনাক্তের সর্বোচ্চ পরিসংখ্যান।

এদিকে ২৯ ডিসেম্বর বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের ঝুঁকি এখনও ‘খুব বেশি’। এই স্ট্রেইনের প্রভাবে সম্প্রতি বিভিন্ন দেশে সংক্রমণ বেড়ে গেছে। এতে করে স্বাস্থ্য ব্যবস্থায় বাড়তি চাপ পড়তে পারে। বেশকিছু গবেষণায় প্রমাণ মিলেছে, ওমিক্রন দুই থেকে তিন দিনের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে দ্বিগুণ গতিতে বৃদ্ধি পায়।

ডব্লিউএইচও-এর মহামারি সংক্রান্ত সাপ্তাহিক হালনাগাদে বলা হয়েছে, আগে যেসব দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের আধিপত্য দেখা গেছে সেগুলোসহ বিভিন্ন দেশে এখন দ্রুত ওমিক্রন ভ্যারিয়েন্ট বিস্তার লাভ করছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো দেশগুলোও রয়েছে।

ইবাংলা / টিপি/ ২৯ ডিসেম্বর, ২০২১

করোনারেকর্ডশনাক্ত
Comments (0)
Add Comment