একনজরে দেখে নিন বিভিন্ন শিক্ষাবোর্ডে পাসের হার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭৮ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৭১ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৮০ শতাংশ, ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ ও যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ০৯ শতাংশ।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ এবং মাদরাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ২২ শতাংশ। গেল ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনাভাইরাসের কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

ইবাংলা / নাঈম/ ৩০ ডিসেম্বর, ২০২১

পরীক্ষাপ্রধানমন্ত্রীশিক্ষাবোর্ডস্কুল সার্টিফিকেট
Comments (0)
Add Comment