আবারও বাড়ছে করোনা সংক্রমণ!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে। গত একদিনে দেশটিতে ১৩ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪০ শতাংশ বেশি। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ২৬৮ জনের। এ পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে ৯৬১ জনের দেহে। সবচেয়ে বেশি ওমিক্রন শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ২৬৩ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে।

এর পরই আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সেখানে ২৫২ জনের দেহে করোনা ভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী জোতিন্দর জৈন বলেন, দিল্লিতে মোট করোনা আক্রান্তদের ৪৬ শতাংশেরই দেহে ওমিক্রন পাওয়া গেছে। ভারতের সরকারি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ৩২০ জন ওমিক্রন থেকে সেরে উঠেছেন।

আনন্দবাজার অনলাইন জানায়, প্রায় দু’মাস পর আবার ১৩ হাজারের ঘরে পৌঁছালো ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। বুধবার(২৯ ডিসেম্বর) ৯ হাজার ১৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

মহারাষ্ট্র ও দিল্লির পর ওমিক্রন আক্রান্তের নিরিখে ক্রমান্বয়ে রয়েছে গুজরাট (৯৭ জন), রাজস্থান (৬৯ জন), কেরালা (৬৫ জন), তেলঙ্গানা (৬২ জন), তামিলনাড়ু (৪৫ জন), কর্নাটক (৩৪ জন), অন্ধ্রপ্রদেশ (১৬ জন), হরিয়ানা (১২ জন) এবং পশ্চিমবঙ্গ (১১ জন)।

পুরো ডিসেম্বর মাস ধরেই মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা থাকছিল এক হাজারের কম। গত কয়েক দিনে তা বেড়ে বৃহস্পতিবার পৌঁছে গেছে ৩ হাজার ৯০০ তে। সংক্রমণ ঠেকাতে মুম্বাইয়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। কেরালায় অবশ্য আড়াই থেকে তিন হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে আক্রান্তের সংখ্যা।

তবে দিল্লিতে সংক্রমণ বৃদ্ধি উদ্বেগ বাড়িয়েছে। ডিসেম্বরের শুরুতে রাজধানীতে ১০০ নিচে ছিল দৈনিক সংক্রমণ। এ সপ্তাহের শুরুতে তা ১০০ ছাড়িয়েছিল। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৯২৩ জন। করোনার প্রকোপ বাড়ছে পশ্চিমবঙ্গেও। সেখানে দৈনিক সংক্রমণ আবার এক হাজার ছাড়িয়েছে। গুজরাটে তা বেড়ে হয়েছে ৫৪৮, কর্নাটকে ৫৬৬, তামিলনাড়ুতে ৭৩৯।

আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তেই আবার বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে ৫ হাজার ৪০০।

ইবাংলা /টিআর /৩০ ডিসেম্বর

করোনাভাইরাসেরভারতেসংক্রমণ
Comments (0)
Add Comment