দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট কেনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানায়, দুপুরে গোপীনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম লাচ্চু তার সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।

এ সময় এক মহিলা ভোটারের কাছে ভোট কিনতে গেলে অন্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর শরীফের সমর্থকরা বাধা দেয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম লাচ্চুর লোকজন চেয়ারম্যান প্রার্থী আলমগীর শরীফের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় তারা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে কমপক্ষে ১৫ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চেয়ারম্যান প্রার্থী আলমগীর শরীফ অভিযোগ করে বলেন, অন্য চেয়ারম্যান প্রার্থী শরীফ আমিনুল ইসলাম লাচ্চু ও তার লোকজন ভোট কিনতে গিয়েছিলেন। এ সময় আমার লোকজন বাধা দিলে হামলা চালায়। আমি এ ঘটনার বিচার চাই।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। দুই পক্ষকেই অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা /টিআর/৩১ ডিসেম্বর

ইউনিয়নগোপালগঞ্জপরিষদ
Comments (0)
Add Comment