জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (১ জানুয়ারি) । ১৯৮৬ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে দলটি গঠিত হয়। এই দীর্ঘ সময় নানা চড়াই-উতরাই পেরুতে হয়েছে দলকে।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে জাপা। এতে দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।

এরশাদের হাত ধরে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়। সামরিক শাসক হিসেবে ক্ষমতায় আসার পাঁচ বছর পর ১৯৮৬ সালের ১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে পাঁচটি রাজনৈতিক দলের সমন্বয়ে দল গঠনের ঘোষণা দেন এরশাদ। ১৯৮৬ সালের অক্টোবরে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদ পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ক্ষমতাচ্যুত হয়ে কারাগারে গেলে পরের বছর ১৯৯১ সালের ১ জানুয়ারি মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে দলটি পুনর্জন্ম লাভ করে। পরে অবশ্য রাজনৈতিক মতভেদের কারণে দলটি বেশ কয়েকবার ভাঙনের কবলে পড়ে। এখনো জাতীয় পার্টি তিন ধারায় বিভক্ত।

ইবাংলা /টিআর/১ জানুয়ারী

জাতীয় পার্টিপ্রতিষ্ঠাবার্ষিকীরাষ্ট্রপতি
Comments (0)
Add Comment