চলতি (জানুয়ারি) মাসে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম-কমিশনের (পিএসসি)। রোববার (২ জানুয়ারি) সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চত করে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। চলতি মাসেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ৪৩তম বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী। যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।
২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
ইবাংলা / নাঈম/ ০২ জানুয়ারি, ২০২২