বড়দিনের ছুটিটা দারুণই কাটাচ্ছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনায় ফিরে গিয়ে উদ্দাম ঘুরে বেড়িয়েছেন তিনি। তবে নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ শুনতে হলো তাকে। করোনায় আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
রোববার (২ জানুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে মেসির করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে পিএসজি। আরও বড় দুঃসংবাদ পেয়েছে পিএসজি। মেসি তো আক্রান্ত হয়েছেনই, সঙ্গে আরও তিন খেলোয়াড়ের করোনা পরীক্ষার ফলাফলও পজিটিভ এসেছে। খেলোয়াড় তিনজন হলেন- হুয়ান বের্নাত, সার্জিও রিকো, ন্যাথান বিতুমাজালা। ফলে এই চারজনকে অন্তত নিজেদের পরবর্তী ম্যাচে দলে পাবে না কোচ মরিসিও পচেত্তিনোর দল।
আতঙ্কের খবর হলো- দক্ষিণ আফ্রিকায় সনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩৪ বছর বয়সী মেসি। খবরটি জানিয়েছে মার্কা ও গোল ডট কম। অথচ মাঠের বাইরে সময়টা বেশ কাটছিল। ক্রিসমাসের ছুটি কাটাতে ছুটে গিয়েছিলেন জন্মভূমি আর্জেন্টিনাতে।
সপরিবারে বড়দিন আর নতুন বছরের ছুটির সময়টা কাটছিল দারুণ। এরমধ্যে খবর ছড়িয়ে পড়ে ছুটি শেষ হলেও করোনা আতঙ্কে তিনি নাকি নিজ দেশ ছেড়ে ফ্রান্সে যেতে ভয় পাচ্ছেন! কথায় আছে যেখানে বাঘের ভয়, সেখানেই নাকি রাত হয়। দেশ থেকে ফ্রান্সে ফিরেই তিনি করোনা পজিটিভ।
সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার মেসি এখন তার ক্লাব পিএসজির চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তাদের পরামর্শেই চলবে বিশ্বসেরা এই ফুটবলারের চিকিৎসা। বলা দরকার, ইউরোপের ফুটবলে ফের আতঙ্ক হয়ে এসেছে করোনা। এই অতিমারির নতুন ঢেউয়ে জোরাল আঘাত পড়ল পিএসজি শিবিরে। এরমধ্যে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন ফরাসি এই ক্লাবটির চার ফুটবলার, সঙ্গে আক্রান্ত হয়েছেন এক সদস্যও।
সোমবার (৩ জানুয়ারি) ফরাসি কাপে মাঠে নামার কথা পিএসজির। তৃতীয় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে এই ম্যাচে মেসিসহ আরও তিন ফুটবলারকে পাবে না পিএসজি। শঙ্কা আছে আগামী লিগ ম্যাচে লিওঁর বিপক্ষে তাদের পাওয়া নিয়েও।
ইবাংলা / নাঈম/ ০২ জানুয়ারি, ২০২২