কুমিল্লার মেঘনা উপজেলার কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবে দুই শিশু ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও একজন। সোমবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার লুটেরচর এলাকায় কাঁঠালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে মরিয়ম (৮) নামে এক শিশুর পরিচয় জানা গেছে। বাকি নিহত দুইজন ও নিখোঁজ একজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ট্রলারটি দাউদকান্দি থেকে মেঘনা যাচ্ছিল। এ সময় মেঘনা উপজেলার লুটেরচর এলাকায় এসে তলা ভেঙে ট্রলারটি ডুবে যায়। এতে ১৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজনের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছেন। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে মেঘনা থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, শুনেছি ট্রলারটি ঢাকা থেকে দাউদকান্দি হয়ে মেঘনা যাচ্ছিল। লুটেরচর এলাকায় এসে তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই তিন মারা গেছে। এখনও একজন নিখোঁজ রয়েছে। আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এ ছাড়া নৌ পুলিশের একটি দলও ঘটনাস্থলে রয়েছে। নিহতদের মরদেহ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ইবাংলা / নাঈম/ ০৩ জানুয়ারি, ২০২২