রাজধানীর তুরাগ থানার চন্ডল ভোগ এলাকায় টিন শেডের একটি বাসায় আগুন লাগার ঘটনায় দগ্ধ অবস্থায় উদ্ধার হওয়া তিন মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান ।
অগ্নিকান্ডের ঘটনায় নিহতরা হলেন মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহতদের দুই জন ভাই-বোন ও এক জন ওই দুই জনের খালাতো বোন।
আরও পড়ুন: রাজধানীর তুরাগে আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু
এর আগে , চন্ডল ভোগের মানিক বস্তির সরুজ মিয়ার টিন শেডের একটি ঘরে ভোর ৪টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে উদ্ধার অভিযান চালিয়ে তিন জনের দগ্ধ মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ইবাংলা / টিপি/ ৪ জানুয়ারি